জনতার আলো, স্টাফ রিপোর্টার: নাগরিক জীবনের নানা চাহিদা পূরণের জন্য মানুষ নগরীর দিকে ধাবিত হচ্ছে, আর এই ধাবমান জনগোষ্ঠীর চাপে এবং অপরিকল্পিত নগরায়নের ফলে ধবংস হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান জলাভূমি। বাংলাদেশে যেভাবে দ্রুত হারে হাওর, বিল-ঝিল, পুকুর-দীঘি, ডোবা-নালা তথা বিভিন্ন জলাভূমি বিলুপ্ত হয়ে যাচ্ছে এর বিরূপ প্রভাবে যে হারে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, তা অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আমাদের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে। এমতাবস্থায় পরিবেশ আন্দোলনসহ মোট ৭টি সংগঠনের যৌথ উদ্যোগে আজ ২ ফেব্রুয়ারী ২০১৮, শুক্রবার, সকাল ১০:৩০ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে । ”স্থায়ীত্বশীল ভবিষ্যত নগরীর জন্য সকল জলাভূমি দখল-দূষণ মুক্ত কর” – দাবীতে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
পরিবেশ আন্দোলন সভাপতি আমির হাসান মাসুদ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশ বাচঁাও আন্দোলন (পবা) র সহ-সম্পাদক মোঃ সেলিম, নোঙর এর সভাপতি সুমন শামস, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুব্বুস, সচেতন নগরবাসী সংগঠন এর সভাপতি রোস্তম খান, গ্রীন মাইন্ড সোসাইটির সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন, জনস্বার্থ ফাউন্ডেশন সভাপতি ডি.এম. সাকলাইন, অরুণোদয়ের তরুন দল এর সহ-সম্পাদক ইসমত খান প্রমূখ।
বক্তারা বলেন, জলাভূমি আমাদের জীবনে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ঠিক তেমনি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও ভূমিকা রাখছে। জলাভূমি আমাদের পানি পরিশোধন ও চাহিদা পূরণ, খাদ্য উৎপাদন, মৎস সম্পদ, জীববৈচির্ত্য রক্ষা, বন্যানিয়ন্ত্রণ, ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠে পানি সংরক্ষণ, নদীভাঙন রোধ, ভূমিক্ষয় রোধ, দূষণরোধ, জলবায়ু পরিবর্তনরোধসহ বহুমাত্রিক সুবিধা দিয়ে থাকে। কিন্তু সব পরিকল্পনায় জলাভূমি রক্ষার কথা বলা হলেও কার্যত এর প্রতিফলন দেখা যাচ্ছে না।
অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন, দূষণ, উত্তরের ধনী দেশগুলোর মাত্রাহীন ভোগ-বিলাসিতার জীবন, জলবায়ু বিপর্যয়, আবহাওয়া চক্রের পরিবর্তন, স্থানীয় জনগোষ্ঠীদের কাছ থেকে জলাভূমির অধিকার কেড়ে নেওয়া, জলাভূমি নির্ভর ঐতিহাসিক সম্পর্ক ভেঙে যাওয়া, প্রাণবৈচিত্রের বিলুপ্তি, রাষ্ট্রীয় অবহেলা, প্রভাবশালীদের জবরদখল, গতিপথ পরিবর্তন, ঋতুচক্রে পরিবর্তন, জলাভূমির একতরফা বাণিজ্যিক ব্যবহার, বহুজাতিক খনন, অপরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন এ রকমের নানা প্রত্যক্ষ ও পরোক্ষ কারনে আমাদের জলাভুমি বিলীন হয়ে যাচ্ছে।
এর বিরূপ প্রভাবে যে হারে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, তা অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আমাদের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে। নগরের জলাবদ্ধতা, পানি সংকট, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষে ভবিষ্যত সুস্থ্য নগরীর জন্য নগর উন্নয়নে জলাভুমিকে বিদ্যমান রেখে উন্নয়ন পরিকল্পনা করার আহবান করা হয়।
সাসটেইনেবল ডেভলপমেন্ট গোল বাস্তবায়নে নগরের পানির উৎস জলাভুমিগুলোকে গুরুত্ব সহকারে রক্ষা করতে হবে বলে বক্তার মানববন্ধন থেকে অভিমত ব্যাক্ত করেন।
জনতার আলো/শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.