রাজধানীর পল্লবী থানাধীন পরিত্যক্ত সিটি কর্পোরেশন মার্কেট থেকে রক্তাক্ত লাশ উদ্ধার


জনতার আলো প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৩, ৯:১৯ পূর্বাহ্ন /
রাজধানীর পল্লবী থানাধীন পরিত্যক্ত সিটি কর্পোরেশন মার্কেট থেকে রক্তাক্ত লাশ উদ্ধার

জনতার আলো, প্রান্ত পারভেজ : রাজধানীর মিরপুর-১১ নম্বর প্যারিস রোডে অবস্থিত পরিত্যক্ত সিটি করপোরেশন মার্কেটের নীচ তলায় রক্তাক্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। প্রত্যক্ষ দর্শীরা জানান, খবর দেয়া হলে পল্লবী থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, নিহত ওই যুবকের নাম তানভীর (২৪)। তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা ছিলেন। পেশায় একজন ব্যবসায়ী।

এলাকাবাসী আরো জানায়, এর আগেও পরিত্যক্ত এ মার্কেটে ১০ থেকে ১২ জনের লাশ পাওয়া গেছে। পরিত্যক্ত এই সিটি করপোরেশন মার্কেটির ভিতরে মাদক ব্যবসা, মাদক সেবন, টাকার বিনিময়ে জুয়া খেলা, দেহব্যবসা, ও নারীদের ধরে নিয়ে গনধর্ষন সহ কিশোর গ্যাংয়ের নিরাপদ আস্তানা হিসেবে গড়ে উঠেছে। এছাড়াও, বর্তমানে এ মার্কেটটি কিলিং জোন হিসেবে মিরপুরবাসীর কাছে পরিচিত।

এত কিছু ঘটার পরেও এই মার্কেটটি ঘিরে প্রশাসনের তেমন কোন তৎপরতা নেই বলে অভিযোগ সাধারণ মানুষের।

এবিষয়ে পল্লবী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া বলেন, হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ পাওয়া গেছে। প্রাথমিক কার্যক্রম শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

ভিডিও দেখতে ক্লিক করুন…..

জনতার আলো/শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩/শাহানা