জনতার আলো, মোঃ দীন ইসলাম : রাজধানীর মিরপুরের পল্লবীর ডিএনসিসির পরিত্যক্ত মার্কেটে আবারো সাব্বির (১৮) নামে এক যুবকের লাশ পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ( ২১ সেপ্টেম্বর) মিরপুর ১১ নং সেকশনের ডিএনসির পরিত্যক্ত পরিত্যক্ত মার্কেট থেকে দুপুরে লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সাব্বিরের বড় ভাই সাদ্দাম হোসেন জানান, গতকাল সন্ধ্যা ৭ টায় রাব্বি ডাকতে আসলে সাব্বির বাসা থেকে বের হয়। এরপর থেকে আর বাসায় আসে নাই। এলাকাবাসীর অনেকেই বলেছেন রাব্বি,ইয়াসিন,সাজ্জাদ,খালেদ ও কামরান রাত ৯টা পর্যন্ত এরা সবাই একসাথে ছিল।
তিনি বলেন, আমার ভাইকে এরা ৫ জন মিলে হত্যা করেছে। এদের জিজ্ঞাসাবাদ করলেই আসল ঘটনা বেড়িয়ে আসবে।
এ ঘটনায় পল্লবী থানার এসআই শহীদুল জানান, আমরা সেখানে ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত করেছি। সেখান এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৫ জনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশটি আমরা থানায় নিয়ে এসেছি। কিছুক্ষণের মধ্যে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে।
উল্লেখ্য, একই মার্কেটে এ পর্যন্ত ৬ জনকে খুন করেছে সন্ত্রাসীরা। চলতি বছরেই খুন হয়েছেন ৩ জন বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে উর্দু স্পীকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি সাদাকাত খান ফাক্কু বলেন, এ সকল হত্যাকাণ্ডের জন্য দায়ি সিটি কর্পোরেশন। এরকম একটি পরিত্যক্ত মার্কেট বন্ধ না করে এর মধ্যে রিক্সা ও অটো রিক্সার গ্যারাজ বানিয়ে ভাড়া দিচ্ছেন কাউন্সিলর। মার্কেট খোলা থাকার কারণে এ জায়টি খুন করার নিরাপদ স্থান বানিয়েছে সন্ত্রাসীরা।
জনতার আলো/শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.