জনতার আলো, চঞ্চল সরদার, জেলা ব্যুরো চীফ, রাজবাড়ীঃ আগামী ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে ৭জন ও রাজবাড়ী-২ আসনে ১১জন মোট ১৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদের মধ্যে অধিকাংশই প্রার্থী গতকাল ২৮শে নভেম্বর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ শওকত আলীর কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। রাজবাড়ী-১ আসনে মনোনয়নপত্র দাখিলকারীগণ হলেনঃ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বতর্মান এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ আসলাম মিয়া, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ আখতারুজ্জামান হাসান, ন্যাশনালিস্ট পিপলস পার্টির নাজমুল হক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী জাহাঙ্গীর আলম খান ও কৃষক শ্রমিক জনতা লীগের জুয়েল রানা।
এছাড়াও রাজবাড়ী-২ আসনে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন ঃ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি মোঃ জিল্লুল হাকিম, জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি নাসিরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মোঃ আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির এডঃ আলহাজ্ব এবিএম নুরুল ইসলাম, সাংস্কৃতিক মুক্তিজোটের নাজমুল হাসান, গণফোরামের ইমামুজ্জামান চৌধুরী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নুর মোহাম্মদ মিয়া, জাসদ(ইনু) সুশান্ত কুমার বিশ্বাস, জাসদ(রব) খন্দকার সদরুল আমিন হাবীব ও স্বতন্ত্র নুর উদ্দিন মিয়া।
উল্লেখ্য, বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে রাজবাড়ী-১ আসনে বিএনপির ২জন ও রাজবাড়ী-২ আসনে ৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২রা ডিসেম্বর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ই ডিসেম্বর। আর ভোট গ্রহণ হবে ৩০শে ডিসেম্বর।
জনতার আলো/বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.