জনতার আলো, স্পোর্টস রিপোর্টার: গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে সার্বিয়ার বিপক্ষে সুইজারল্যান্ড জয় পাওয়ায় জমে গেছে ব্রাজিলের গ্রুপটি। সমীকরণ মিলিয়ে এখন যে কেউ যেতে পারে শেষ ষোলোতে। ব্রাজিল ও সুইজারল্যান্ডের পয়েন্ট ৪ করে। সার্বিয়ার ৩। শেষ ষোলোতে যাওয়ার আশা নিয়ে আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় ব্রাজিলের মুখোমুখি হবে সার্বিয়া। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে জিততেই হবে তাদের। আর ব্রাজিলের ড্র করলেই চলবে। তবে সুইজারল্যান্ড যদি কোস্টারিকার কাছে হেরে যায় তাহলে ব্রাজিলের সঙ্গে ড্র করলেই হবে সার্বিয়ানদের। সার্বিয়া হেরে গেলে সুইজারল্যান্ড প্রতিপক্ষ কোস্টারিকার বিপক্ষে ড্র করলেই চলে যাবে দ্বিতীয় রাউন্ডে।
আজ রাতে সার্বিয়া অঘটন ঘটিয়ে যদি ব্রাজিলকে হারিয়ে দেয় তাহলে ৫২ বছর পর বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিবে সেলেকাওরা। এর আগে ১৯৬৬ বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল ফুটবলের কালো মানিক পেলের ব্রাজিল। এরপর বিশ্বকাপের সবশেষ ১২ আসরে একবারও গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়নি ব্রাজিল। তার মধ্যে শিরোপা জিতেছে তিনবার। সব মিলিয়ে পাঁচটি শিরোপা জিতে তারা সবচেয়ে বেশি শিরোপা জয়ী দেশের তমকা গায়ে মেখেছে।
অবশ্য যুগোস্লাভিয়া কিংবা বর্তমান সার্বিয়া; তাদের বিপক্ষে ব্রাজিলের পরিসংখ্যান পার্থক্যটা পরিস্কার করে দিচ্ছে। ১৯ বারের মুখোমুখিতে ব্রাজিল জিতেছে ১০ বার। ৭ বার হয়েছে ড্র। ২ বার হেরেছে তারা। বিশ্বকাপে এর আগে যুগোস্লাভিয়া-সার্বিয়ার বিপক্ষে চারবার মাঠে নেমেছে ব্রাজিল। এখানে অবশ্য সমতা বিরাজ করছে। একবার করে জিতেছে উভয় দল। আর ড্র করেছে দুইবার।
তবে সময় বদলেছে। সার্বিয়ানরা ছাড় দিবে না ব্রাজিলকে। তারা জয়ের জন্যই মাঠে নামবে। সার্বিয়ার স্ট্রাইকার আলেকসান্দার মিত্রভিচ বলেন, ‘আমার বিশ্বাস ব্রাজিলকে বিদায় করে দিতে পারব। কারণ ব্রাজিলের ওপর বেশি চাপ থাকবে। এখন আমাদের উচিত হবে স্মার্ট ফুটবল খেলা। নিজেদের সেরাটা দিয়ে খেলা। আমাদের কিছুটা ভাগ্যের সহায়তাও দরকার হবে। ঈশ্বর চাইলে আমরা ব্রাজিলকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারব।’
ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড় ফ্যাগনার অবশ্য আত্মবিশ্বাসী পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আমরা পরের রাউন্ডে যেতে পারব। আমরা বাছাই পর্বে ভালো খেলেছি। প্রস্তুতি ম্যাচে ভালো খেলেছি। বিশ্বকাপে আগের দুই ম্যাচের একটিতেও হারিনি। এবারও হারব না। আর জয় কিংবা ড্র হলেই আমরা পরের রাউন্ডে চলে যাব। প্রতিপক্ষ সম্পর্কে আমরা সতর্ক। তারা আমাদের নাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু খেলায় কিন্তু সুযোগ আসবে। সেটা কাজে লাগাতে হবে।
জনতার আলো/বুধবার, ২৭ জুন ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.