জনতার আলো, রাবি প্রতিনিধি: শীতকালীন ছুটি উপলক্ষে আগামী ২৬ ডিসেম্বর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ছুটি চলবে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতকালীন ছুটি ৬ থেকে ১৭ জানুয়ারির পরিবর্তে ২৬ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিসগুলোতে ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ছুটি থাকবে।
তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো কবে থেকে বন্ধ থাকবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
জনতার আলো/মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.