জনতার আলো, মোঃ দীন ইসলাম : রাজধানীর মিরপুরের রূপনগর থানায় ধর্ষণ মামলায় অভিযুক্ত মো.কাউসার এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সকালে থানার হাজত খানায় রডের সঙ্গে গলায় শার্ট প্যাঁচানো অবস্থায় কাউসারের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশের মিরপুর বিভাগ।
পুলিশের দাবি, গতকাল ভোররাতে ওই আসামি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে ২৪ বছর বয়সী রেখা নামে এক গার্মেন্টসকর্মীর (গৃহবধূ) দায়ের করা মামলায় কাউসারকে গ্রেপ্তার করা হয়। শারীরিক পরীক্ষার জন্য ধর্ষণের শিকার তরুণীকে গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে পুলিশ।
ওসি বলেন কাউসারের বাবার নাম মৃত মজিবর রহমান। গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। তিনি রূপনগর দুয়ারীপাড়া এলাকায় ১০ নম্বর রোডের ১৫ নম্বর বাসায় ভাড়া থাকতেন। কাউসার কারচুপির কাজ করতেন। ধর্ষণ মামলার বাদী ও কাউসার দুজন একে অপরের পরিচিত। বৃহস্পতিবার রাতে কাউসার রূপনগরের দুয়ারীপাড়া এলাকায় বসবাসকারী ওই গার্মেন্টসকর্মীর বাসায় যান। সেখানে কোমল পানীয়র সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে পান করিয়ে ভুক্তভোগী গৃহবধূকে ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন কাউসারকে আটক করে ৯৯৯ নম্বরে ফোন করে। খবর পেয়ে রাতেই কাউসারকে আটক করে থানায় নিয়ে আসে থানা পুলিশ। রাত সোয়া ১টার দিকে ওই গার্মেন্টসকর্মী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে কাউসারকে গ্রেপ্তার দেখানো হয়।
ওসি আরও জানান, আটকের পর থেকে কাউসার থানার হাজতখানায় ছিলেন। ভোরের দিকে বিদ্যুৎ চলে যায়। এই সুযোগ তিনি হাজতের ভেতরে রডের সঙ্গে নিজের শার্ট দিয়ে গলায় ফাঁস দেন।
বিষয়টি টের পেয়ে অচেতন অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে কাউসারকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য কাউসারের লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।হাজতখানার লোহার দরজার সঙ্গে দাঁড়ানো অবস্থায় ফাঁস দেওয়া প্রায় অসম্ভব। আসামি দাঁড়িয়ে দরজার গ্রিলের সঙ্গে নিজের শার্ট দিয়ে বেঁধে পা উঁচু করে ঝুলে পড়লে তার গলায় ফাঁস লেগে গেছে বলে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি তদন্তাধীন।’ধর্ষণের শিকার ওই গৃহবধূ ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি আছেন।
জনতার আলো/শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.