জনতার আলো, জয়নাল আবেদীন রিটন, জেলা ব্যুরো চীফ, কিশোরগঞ্জ : র্যাবের অভিযানে বিপুল পরিমান ফেনসিডিল ও বিয়ারসহ ২ মাদক ব্যবসায়ীকে অঅটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প সদস্যগণ। অঅটককৃতরা হলো মোঃ হৃদয় হোসেন @ এলাহী (১৯), ও মোঃ কালাম মিয়া @ সবুজ(১৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার রাতে বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন বাশগাড়ী গ্রামস্থ জনৈক আলালের বসত বাড়ি অভিযান পরিচালনা করে ।
অভিযানে ব্রাহ্মণ বাড়িয়ার বাহ্নারামপুর থানাধিন বাশঁগাড়ি গ্রামের দুলাল মিয়ার ছেলে হৃদয় হোসেন ও একই থানাধিন জগন্নাথপুর গ্রামের কামরুল মিয়ার ছেলে কালাম মিয়া ওরফে সবুজকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বসত বাড়ী এবং বসত বাড়ীর আশে-পাশের ঝোপ-ঝাড় হতে ১১৫ বোতল ফেন্সিডিল, ২৬ ক্যান বিয়ার, মাদক বিক্রির নগদ ১,৮১৫/- টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য= ২,৪২,৮১৫/- টাকা। ধৃত আসামীদের বিরুদ্ধে বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
জনতার আলো/বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.