জনতার আলো, মোঃ মামুনুর রশীদ রাজেল,ব্যুরো চীফ, ইউরোপ: যুক্তরাজ্যের নর্থ লন্ডনের এডমন্টন কাউন্ট স্কুলে প্রায় ৩০০ জন শিক্ষার্থীদের মধ্যে একমাত্র বাঙ্গালী নেহা জামান জিসিএসই সামার ২০১৮ পরীক্ষায় অংশ গ্রহণ করে দুইটি বিষয়ে ডাবল স্টার সহ কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে ।
গত বৃহস্পতিবার (২৩ আগস্ট ২০১৮ ) এবারের জিসিএসই পরীক্ষার যুক্তরাজ্যে ফলাফল প্রকাশে দেখা গেছে ভালো ফলাফলে ব্রিটিশ বাঙালি শিক্ষার্থীরা সন্তুষজনক রিজাল্ট উপহার দিয়েছে ।
এ জিসিএসই পরীক্ষায় ফলাফল নেহা জামান রসায়ন ও পদার্থ বিজ্ঞানে পেয়েছে এ ডাবল স্টার এবং এবং সাতটি বিষয়ে পেয়েছেন এ ষ্টার। তার এ রেজাল্ট যুক্তরাজ্যে মধ্যে টপ ৩% তে জায়গা করে নিয়েছে ।
নেহা জামান লন্ডনের মিডিয়া কর্মি এবং বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হার সহ-সভাপতি নুরুজ্জামান’র মেয়ে। তার পৈত্রিক নিবাস বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামে।
সে তার ফলাফলে শুকরিয়া আদায় করে স্কুলের শিক্ষক ও অভিবাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে । সে ভবিষ্যতে কলেজেও ভালো ফলাফলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী ।
জনতার আলো/বৃহস্পতিবার, ৩০ আগস্ট ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.