কবিতা :“লোভ”
জনতার আলো, অপর্ণা ভ্যালেন্তিনা গোমেজ:
তোমার কবিতা পড়ে তোমাকে ভালবাসতে ইচ্ছে করে,
বাসো তবে হাসিল করতে চেওনা।
তোমার অনুভবের সাগরে ডুবতে মন চায়,
ডুবে যাও তবে উদ্ধারের আশা কোরনা।
তোমার ও চোখে স্বপ্ন সাজাতে সুখ লাগে,
সাজাও তবে কামনার মোহে মগ্ন হইওনা।
তোমার মনকে স্পর্শ করার দূঃসাহস হয়,
ব্যর্থতাই কুড়িয়ে পাবে সে যেন ভুলোনা।
তবে কি ভালবেসে শূন্যতাই শুধু পাব ?
ভুলোনা সব প্রশ্নের জবাব সদা মেলেনা।
প্রাপ্তিহীনতায় ভালবাসা কি বাঁচে ?
বিনা লোভে ভালবাসতে কি পারনা ?
মন যে দিশেহারা বড় ছন্নছারা ভালবাসাও
যে লোভী হয় সে কি বোঝনা!
জনতার আলো/শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.