জনতার অালো, মোঃ নাজমুল ইসলাম পিন্টু, জেলা ব্যুরো চীফ মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলদিয়া বাজারের সামনের বেইলী ব্রীজটি ভেঙ্গে ট্রাক সহ পানিতে পড়ে যায়।
বৃহস্পতিবার ভোর ৫টার সময় সিমেন্ট ভর্তি ১৬ চাকার ট্রাকটি ব্রীজটি ভেঙ্গে পরলে বিকট শব্দ হয়। শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এলে দেখতে পায় ব্রীজ ভেঙ্গে ট্রাকটি পানিতে পরে রয়েছে।
ঘটনাস্থলে থাকা শ্রীনগরের ফায়ার সার্ভিস কর্মকর্তা মো: আশ্রাফুজ জামান শেখ জানান, ব্রীজটি ৫ টনের অধিক যানবাহল চলাচল নিষেধ ছিল কিন্তু ট্রাক লরীটি মাল বোঝাই অতিরিক্ত ওজন হওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
ধারনা করা হচ্ছে ট্রাক সহ মালামাল ৩০ টন হবে। তবে গাড়ি চালক ও হেলপার কাউকেই ঘটনা স্থলে পাওয়া যায় নাই। এলাকাবাসী জানান, গাড়ী চালক ও হেলপারা পালিয়ে গেছে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: লিয়াকত আলী জানান, ব্রীজ ভেঙ্গে গাড়ী পরের যাওয়ার সত্য, তবে গাড়ীর চালক পলাতক রয়েছে। র্রেকার দিয়ে গাড়িটি উঠানো হবে। বালিগাও থেকে মাওয়া যানবাহন ব্রীজ ভাঙ্গার কারনে বন্ধ রয়েছে।
ফলে আজ থেকে বালিগাও থেকে মাওয়া হয়ে ঢাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়বে বালিগাও টু মাওয়া রুটের যাত্রীরা। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানা যায়, দীর্ঘদিন ধরে হলদিয়ার এই বেইলী ব্রিজটি ঝুকিপূর্ণ অবস্থায় ছিল। প্রশাসন বা কর্তৃপক্ষ সকলেই এই ব্রিজটির ব্যপারে উদাসীন ছিল। সাধারণ লোকজন স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের বলার পরও কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এই দুর্ঘটনায় যাত্রীবাহি বাসও দুর্ঘটনা কবলিত হতে পারত।
এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দ্রুত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। কর্তৃপক্ষ আসতেছে। আসলে ব্রীজটি মেরামত করে দ্রুত রোডটি চালু করার চেষ্টা করা হবে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.