ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা: 'একজন ভাল বন্ধু থাকুক'

লেখক, শামীম হাসান

প্রকাশিত: ২১ মে, ২০২৪, ০১:৫৪ পিএম

কবিতা: 'একজন ভাল বন্ধু থাকুক'
একজন ভাল বন্ধু থাকুক
লেখক, শামীম হাসান

আমি চাই,
সবার জীবনে একজন ভাল বন্ধু থাকুক
দুঃখের সময়ে সে তার কষ্টের কথা শুনুক।

হয়তো তাকে দুঃখ বলে কোন উপকারে আসবে না,
যে  বন্ধুর ব্যাথায় ব্যথিত হবে উপহাস করবে না!

এমন একজন ভাল বন্ধু যে কেউ হতে পারে
সে যেকোন সম্পর্কের মানুষ হতে পারে।

সে দুঃখের দিনে সাহস যোগাবে
শক্তি জাগাবে মনে
নির্জনে সে যে চোখের জল ফেলবে আনমনে।

আদি হতে সঙ্গ নিয়ে বাঁচতে শিখেছি মোরা
বন্ধু ছাড়া কেমনে চলবে এই যে বিশাল ধরা!

যে দেহের প্রতি অঙ্গ রবে ভালবাসায় সিক্ত
নির্জনে যে সাথী হবে তার মনটা হবে সিক্ত।

বিদায় বেলায় অঝোর ধারায় অশ্রু ঝড়াবে নয়নে
বন্ধু যে মোর চলে গেল আর কি পাব ত্রিভুবনে?