ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মান্দায় নকলমুক্ত পরিবেশে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত

জনতার আলো, মাহবুবুজ্জামান সেতু, জেলা ব্যুরো চীফ, নওগাঁ :

প্রকাশিত: ২৪ মে, ২০২৪, ০১:০০ এএম

মান্দায় নকলমুক্ত পরিবেশে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় নকলমুক্ত পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে এসব পরীক্ষা কার্যক্রম। মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজে কেন্দ্রে (কোড নং- ২২৫) ২২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন অনুপস্থিত ছিলেন।

এসময় মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মোঃ বেদারুল ইসলাম বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে এসব পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। অবাধ, সুষ্ঠ এবং নকলমূক্ত পরিবেশে পরীক্ষা নিতে আমরা বদ্ধ পরিকর।