জনতার আলো, বিনোদন ডেস্ক: ২৭ জুলাই, শুক্রবার বাংলাদেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘ভাইজান এলো রে’। এটি সম্পূর্ণই কলকাতার ছবি। তাই সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। প্রযোজনা করেছে এসকে মুভিজ।
ভারত থেকে ‘ভাইজান এলো রে’ এদেশে আমদানি করেছে এন ইউ ট্রেডার্স। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার মধ্যে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, বলাকা, মধুমিতা, জোনাকি, সনি ও পূরবীসহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে চলবে শাকিব খানের এই ছবি।
‘ভাইজান এলো রে’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপারস্টার শাকিব খান। তার বিপরীতে রয়েছেন কলকাতার সুপারহিট দুই নায়িকা শ্রাবন্তী ও পায়েল সরকার। বাংলাদেশ থেকে শাকিব ছাড়া আছেন দীপা খন্দকার, মনিরা মিঠু ও শাহেদ আলী। কলকাতা থেকে আছেন রজতাভ দত্ত, বিশ্বনাথ ও শান্তিলাল মুখার্জি।
ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০ জুলাই। ওই সময় মুক্তি পেলে এপারের সুপারস্টার শাকিব খানের সঙ্গে ওপারের সুপারস্টার জিতের একটা জমজমাট লড়াই দেখতে পেতেন দর্শক। কেননা, ২০ জুলাই বাংলাদেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় জিৎ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘সুলতান: দ্য সেভিয়ার’ ছবিটি। কিন্তু মুক্তির ঠিক দুদিন আগে পিছিয়ে যায় ‘ভাইজান এলো রে’র মুক্তির তারিখ।
এর কারণ সম্পর্কে সে সময় ছবিটির আমদানি প্রতিষ্ঠান এন ইউ ট্রেডার্সের পক্ষ থেকে চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন জানান, ‘ছবি মুক্তি দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির অনুমতি নেয়ার প্রয়োজন হয়। আমরা ছবিটি ২৭ জুলাই মুক্তি দেয়ার অনুমতি পেয়েছি। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও ২০ জুলাই ‘ভাইজান এলো রে’ মুক্তি দেয়া সম্ভব হচ্ছে না।’
২০ জুলাইয়ে মুক্তির জন্য মাত্র ৫০টি প্রেক্ষাগৃহ পেয়েছিল ‘ভাইজান এলো রে’। কিন্তু ২৭ জুলাই ছবিটি প্রদর্শিত হবে শতাধিক হলে। হলের সংখ্যা বেড়েছে অর্ধেকেরও বেশি। এখন ফাঁকা মাঠে গোল দিয়ে অনেক বেশি আয় করতে পারবে ‘ভাইজান এলো রে’। এমনটাই মত এদেশের সিনে বিশেষজ্ঞদের।
জনতার আলো/বুধবার, ২৫ জুলাই ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.