জনতার আলো, রুহুল আমিন ভূঁইয়া বিনোদন রিপোর্টার : বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে আগামী ১৫ই ফেব্রুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ দিন ব্যাপী চাইনিজ পেইন্টিং এবং ওরিয়েন্টাল আর্ট ওয়ার্কশপ। ওয়ার্কশপটি পরিচালনা এবং প্রশিক্ষক হিসেবে থাকবেন দেশের জনপ্রিয় চিত্রশিল্পী ও নাট্য নির্মাতা নাজমুল হক বাপ্পী।
বাপ্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টাল ডিপার্টমেন্ট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করে চীন সরকারের শতভাগ বৃত্তি নিয়ে চাইনিজ পেইন্টিং এর উপর উচ্চতর ডিগ্রী সম্পন্ন করেছেন। ৯টি একক চিত্রপ্রদর্শনীসহ ৬০টিরও বেশী দলীয় প্রদর্শনীতে অংশ গ্রহন করেছেন দেশে এবং বিদেশে।
পুরষ্কার অর্জন করেছেন এক ডজনের বেশী। নাজমুল হক বাপ্পী জানান, চাইনিজ পেইন্টিং এবং ওরিয়েন্টাল আর্ট এর এই বিশেষ কর্মশালায় থাকছে চমক।অংশ গ্রহনকারী শিল্পী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ বিশেষ ভাবে উপকৃত হবেন।
চাইনিজ পেইন্টিং এবং ওরিয়েন্টাল আর্ট এর কিছু গুরুত্বপূর্ন কৌশল শেখানোর মাধ্যমে দুই দেশের পেইন্টিং এর তুলনামূলক রীতি-নীতি জানতে পারবে।
জনতার আলো/শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.