জনতার আলো, শফিক মাহমুদ, কুমারখালী কুষ্টিয়া প্রতিনিধি: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের বৃওিদেবী রাজনগর গ্রামে।মিঠু মিয়ার পেয়ারা চাষে বাম্পার ফলন।
চলতি মৌসুমেই বাণিজ্যিক ভাবে গড়ে ওঠা থাই পেয়ারার বগান গুলো এখন থোকা থোকা পেয়ারার ভরে নুয়ে পরেছে।সারি,সারি পেয়ারা গাছের সবুজ পেয়ারা এখন পরিপক্ক হয়ে সাদা রং ধারন করেছে।
এবছর পেয়ারার বাম্পার ফলনে খুশি বাগান মালিক মিঠু মিয়া।আবহাওয়া অনুকূলে থাকায় পেয়ারার ভাল ফলন হয়েছে।মিঠু মিয়া একজন সফল চাষি হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেন।যেমন ২০০০ সাল থেকে মিঠু মিয়া বৃওিদেবী রাজনগর গ্রামে প্রথম রঙ্গিন সাগর কলা চাষ করেন এবং এতে ব্যাপক আলোরং সৃষ্টি করেন, এরপর বাউকুল,আপেলকুল, পেপে, মেহেগণির চারা থেকে শুরু করে তিনি একে, একে গড়ে তুলেছেন বিভিন্ন ফলজ ও বনজ নার্সারী।এবং এই চাষে মিঠু মিয়ার ব্যাপক সুনাম রয়েছে।
মিঠু মিয়া এবার থাই পেয়ারা চাষেও ব্যাপক সাফল্য পেয়েছেন,এ অঞ্চলের চাষিরা লাভজনক হওয়ায় বাণিজ্যিক ভাবে ও পতিত জমিতে থাই পেয়ারা চাষে।দিন দিন আগ্রহ বাড়ছে।
ছোট বড় মিলিয়ে অনেক গুলি থাই পেয়ারার বাগান রয়েছে।সবচেয়ে বড় বাগানটি এখানে রয়েছে ৪ বিঘা জমির উপরে গড়েওঠা দৃষ্টিনন্দন পেয়ারা বাগানটি এখন এলাকাবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে।গত দের বছর আগে ৪ বিঘা জমিতে দুই হাজার থাই পেয়ারার চারা রোপন কেরেন মিঠু মিয়া এসব বাগান এখন টসটসে থাই পেয়ারায় পরিপুর্ণ।
বাগান মালিক মিঠু মিয়া জানান জমি সংগ্রহ করে বাগান তৈরী পরিচর্যা ও পেয়ারা সংগ্রহকরে বাজারজাত করা পর্যন্ত প্রাই দের লক্ষ টাকা ব্যায় হয়েছে।
এখন বর্তমানে বাজারে প্রতি কেজি পেয়ারা ৫০-৬০ টাকাই বিক্রী হচ্ছে।এপযন্ত বাগান থেকে দুই লক্ষ টাকার পেয়ারা বিক্রী করা হয়েছে পেয়ারা গুলো।
জনতার আলো/শুক্রবার, ১৩ জুলাই ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.