জনতার আলো, মাহবুবুজ্জামান সেতু, জেলা ব্যুরো চীফ, নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলার সতীহাটের বিশিষ্ট ধান ব্যাবসায়ী বিএনপি নেতা আব্দুর রব বাবুল চৌধুরী (৬০) ইন্তেকাল করেছেন । (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। শুক্রবার দুপুর সোয়া ১১ টার দিকে শারিরিক অসুস্থতার কারণে মৃত্যু বরণ করেন তিনি। এরপর বাবুল চৌধরীর একমাত্র ছেলে শুভ শনিবার বিকেলে দুবাই থেকে ফেরার পর তার জন্মস্থান গোপালকৃষ্ণপুর গ্রামে নিজ বাসভবনে ২য় জানাজার নামায অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার বিকেলে মরহুমের ১ম নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। বাবুল চৌধুরীর অকাল মৃতুতে সফাপুর ইউনিয়ন বিএনপি,মহাদেবপুর উপজেলা বিএনপি, সতীহাট বাজার বণিক সমিতি, ধানব্যাবসায়ী সমিতি, পাড়া প্রতিবেশী, আত্মীয়-স্বজন,হিতাকাঙ্খী, শুভাকাঙ্খী,শুভানুধ্যায়ী এবং স্থানীয় এলাকাবাসীরাসহ বিভিন্ন মহলের লোকজন গভীর শোক প্রকাশ করেছেন ।
নিহত বাবুল চৌধুরী মহাদেবপুর উপজেলার ৭নং সফাপুর ইউপির অন্তর্গত গোপালকৃষ্ণপুর গ্রামের চৌধুরী পাড়ার আলহাজ্ব মরহুম ফজলুর রহমান ওরফে ফজল চৌধরীর ছেলে এবং ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ছিলেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ এবং শ্বাসকষ্ট রোগে ভূগতেছিলেন বলে জানান নিহতের স্বজনরা।
মৃত্যুকালে তিনি ১ স্বাস্থ্য সহকারী স্ত্রী নাসিমা আখতার পারভীন, ১ দুবাই প্রবাসী এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়ার ছেলে নাজমুশ সাদাত শুভ চৌধুরী এবং সদ্য এসএসসি পাসকৃত ১ মেয়ে আনিকা হুমায়রা এশাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরের দিন শনিবার বিকেল সাড়ে ৪ টায় মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজায় ইমামতি করেন মরহুমের নিকটতম এক আত্মীয়। উক্ত জানাজায় মরহুমের নিকটতম আত্মীয় স্বজন এবং অত্র এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দের পাশাপাশি সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ ময়েন উদ্দিন,সাংবাদিক ও সার্ভেয়ার মাহবুবুজ্জামান সেতু, ইমরান মেম্বার, আবুল আমিন, সাজ্জাদ হোসেন টুসা মাষ্টার,আব্দুর রশিদ, আবুল কাসেম,ময়েন দারোগা, আজাদ,রফিকুল ইসলাম বিরু, বায়েজিদ হোসেন বিমান, সহবিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । পরে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
জনতার আলো/ রবিবার, ১৬ জানুয়ারি ২০২২/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.