জনতার আলো, নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নির্বাচনে সব দলকে অংশগ্রহণ করানোর দায়িত্ব সরকারের। এজন্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। গ্রহণযোগ্য নির্বাচনের জন্যই বিরোধী দলগুলোর দাবি মেনে নেওয়া সরকারের উচিত।
রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনুছ আহমাদ বলেন, ৫ জানুয়ারির মতো নির্বাচন করার সুযোগ দেশবাসী আর দেবে না। কাজেই যেনতেন নির্বাচনের কথা বাদ দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের চিন্তা করাই শাসকশ্রেণির জন্য শ্রেয়।
তিনি বলেন, তফসিল ঘোষণার আগেই চলমান সংসদ ভেঙে দিতে হবে এবং নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দলের সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের ও মুহা. আমিনুল ইসলাম, ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সহ-সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ হারুন অর রশিদ, ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম, শায়খুল হাদিস মকবুল হোসাইন, মুফতি হেমায়েতুল্লাহ, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, আলহাজ আবদুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অ্যাডভোকেট লুৎফুর রহমান শেখ, মাওলানা আতাউর রহমান আরেফী, মুহা. বরকতউল্লাহ লতিফ, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।
সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। প্রার্থীদেরকে ব্যাপক কার্যক্রম পরিচালনার তাগিদ প্রদান করা হয়েছে।
জনতার আলো/সোমবার, ২৯ অক্টোবর ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.