জনতার আলো, তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী পৌর সভার “মেয়র রোকন পার্ক” এর নাম ফলক চুরি হয়েছে। গতকাল শনিবার রাতে বাউসী পপুলার মোড় মুক্তিযোদ্ধা স্মরণী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও পৌর সভার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,সরিষাবাড়ী পৌর সভার বাউসী পপুলার মোড়ে মুক্তিযোদ্ধা ভাষকর্য নির্মান,পানির ফোয়ারা ও মেয়র রোকন পার্ক নির্মানের জন্য এডিপি’র প্রায় ৭০ লক্ষ টাকা বরাদ্ধ দেয় পৌর সভাকে।ওই বরাদ্ধে দিগপাইত-তারাকান্দি মহা সড়কের পাশে দুটি পিলারে নব নির্মিত লৌহ খচিত “মেয়র রোকন পার্ক”নামকরনের নাম ফলক গত কয়েকদিন পূর্বে টাঙ্গনো হয়। গতকাল শনিবার রাতে হঠাৎ পার্ক এলাকায় বিদ্যুত চলে যাওয়ায় পার্কের কর্তব্যরত নৈশ্য প্রহরী আব্দুল মজিদ পার্কের ব্রীজের দক্ষিন পার্শ্ব থেকে উত্তর পার্শ্বে পানির ফোয়ারার পানির পাম্পের মটর দেখতে যাওয়ার সুবাদে দুটি নাম ফলক চুরি হয়েছে বলে তিনি ধারনা করছেন।
এ চুরির ঘটনায় পৌর সভার কার্য সহকারী এ জি এম শাহজাহান আলী বাদী হয়ে গতকাল রোব বার দুপুরে সরিষাবাড়ী থানায় সাধারন ডায়েরী করেছেন।সরিষাবাড়ী থানার সাধারন ডায়েরী নং-১৯৮,তাং-০৬-০১-২০১৯ইং।
এ ব্যাপারে ৫নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আব্দুস সাত্তার সর্দার বলেন,মেয়র রোকন পার্ক এর দুটি নাম ফলক চুরি হয়েছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন,মেয়র পার্ক এর দুটি নাম ফলক চুরির ঘটনায় থানায় জিডি হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনতার আলো/রোববার, ০৬ জানুয়ারি ২০১৯/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.