জনতার আলো, মোঃ বিলাল উদ্দিন, ব্যুরো চীফ, কুয়েতে: সিলেটে গত ৩১ সেপ্টেম্বর রাতে সন্রাসী হামলায় কুয়েত প্রবাসী বিশিষ্ট সংগঠক এস এম আঃ আহাদ হত্যার প্রতিবাদে” বৃহত্তর সিলেট কমিউনিটি কুয়েতের উদ্যোগে গত ৮ সেপ্টেম্বর রাতে কুয়েত সিটির একটি হোটেলে এক প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুয়েতস্হ বৃহত্তর সিলেট কমিউনিটির বিশিষ্ট মুরব্বী হাজী জুবায়ের আহমদের সভাপতিত্বে ও বিশিষ্ট সংগঠক আবুল হাসেম এনামের পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আতাউল গনি মামুন,শাহ নেওয়াজ নজরুল, আওয়ামীলীগ নেতা মাসিক মেরুরেখা পত্রিকা সম্পাদক আঃ রউপ মাওলা, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন পাঠোয়ারী,আকবর হোসেন,শওকত আলী,আজাদ মেম্বার,বিশিষ্ট সংগঠক বেলাল আহমদ,কবি আঃ রহিম,আওয়ামীলীগ নেতা আশরাফ আলী ফেরদৌস,বিশিষ্ট সংগঠক আঃ আলীম।
প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আ”লীগ নেতা তরুণ সংগঠক হুসেন মুরাদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা জাহিদুল হক,মাসুদ করিম, মঈনুল আল ইসলাম সহ কুয়েতস্হ বৃহত্তর সিলেট কমিউনিটি সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন,প্রতিবাদ সভায় সকল বক্তারা বিশিষ্ট সংগঠক কুয়েত প্রবাসী এস এম আঃ আহাদ হত্যার তীব্র নিন্দা ও হত্যার সুষ্ঠু বিচার খুনি ও তার সহযোগীদের ফাসির জোর দাবী জানান।
বক্তারা আরো বলেন যাহাতে কোন অপশক্তির ছত্রছায়ায় হত্যা কারী ও তার মুল গডফাদার পার না পায় সে জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান পরিশেষে সদ্য প্রয়াত এস এম আঃ আহাদের রুহের মাগফেরাত কামন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা সহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা আঃ আহাদ।
জনতার আলো/মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.