জনতার আলো, প্রযুক্তি ডেস্ক: সাবমেরিন ক্যাবল মেরামতে কারণে গতকাল থেকে সারা দেশে ইন্টারনেটের গতি কমে গেছে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) জানিয়ে সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ চলছে। এজন্য ইন্টারনেটের গতি কমেছে। বিকল্প উপায়ে দেশ জুড়ে ইন্টারনেট সরবরাহ করা হচ্ছে।
বিএসসিসিএল জানিয়েছে, সাবমেরিন ক্যাবল ১৮ মে থেকে তিন স্তরের রক্ষণাবেক্ষণ চলছে। একাজ আরো কয়েকদিন চলবে। তবে বিকল্প উপায়ে দেশে ইন্টারনেট সেবা চালু রয়েছে।
বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান জানিয়েছেন, দেশের প্রথম সাবমেরিন ক্যাবল এসএমডব্লিউ-ফোর কক্সবাজার-চেন্নাই অংশের রিপিটার প্রতিস্থাপনের ১৮ মে থেকে শুরু হয়েছে। এটি চলবে ২৪ মে পর্যন্ত। তাই সাবমেরিন ক্যাবল এসএমডব্লিউ-ফোর ক্যাবলের বাংলাদেশ অংশে সকল সার্কিট বন্ধ রয়েছে।
এই সময়ে দেশে ইন্টারনেটে পরিষেবা চালু রাখার জন্য অপর সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডব্লিউই-ফাইভ এর মাধ্যমে ইন্টারনেট বিস্মৃত করা হচ্ছে।
ক্যাবল মেরামতকালীন এই সময়ে দেশের সকল আইজিডব্লিউ, আইআইজি এবং অন্যান্য টেলিকম সংস্থাকে আন্তর্জাতিক সার্কিট চালু রাখার পরামর্শ দিয়েছে বিএসসিসিএল।
জনতার আলো/মঙ্গলবার, ২২ মে ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.