জনতার আলো, ইকবাল হাসা (টিপু), জেলা ব্যুরো চীফ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার ভোরে ধুকুরিয়া গ্রামে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জগদীশ চন্দ্র সাহার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে। এতে ৫টি খড়ের গাদা পুড়ে গেলেও বাড়িঘরের কোনো ক্ষতি হয়নি।
শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু জানান, নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা বুধবার ভোরে ওই নেতার বাড়িতে আগুন দিয়েছে। এর আগে ১১ ডিসেম্বর রাতেও আওয়ামী লীগ নেতা জগদীসের বাড়ির পেছনে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে তারা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
জনতার আলো/বুধবার, ০২ জানুয়ারি ২০১৯/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.