জনতার আলো, নাজমুল হাসান অনিক, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সারাদেশে ন্যায় শিশু অধিকার সপ্তাহ-২০১৮ উদযাপন এর ধারাবাহিকতায় সপ্তাহের ৩য় দিন সিরাজগঞ্জে বাংলাদেশ শিশু একাডেমীর তত্ত্বাবধায়নে পরিচালিত জাতীয় শিশু সংগঠন ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) সিরাজগঞ্জ এর আয়োজনে পালিত হয়েছে বাল্যবিবাহ নিরোধ দিবস -২০১৮।
গত মঙ্গলবার ৭ অক্টোবর, ২০১৮ বাংলাদেশ শিশু একাডেমী সিরাজগঞ্জ কার্যালয়ে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে শিশু সমাবেশ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কন্যা শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , সিরাজগঞ্জ জেলার শিশু বিষয়ক কর্মকর্তা, জনাব মোস্তফা কামাল (রুদ্র)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,সিরাজগঞ্জ জেলা শিশু বান্ধব প্লাটফরমের সম্মানিত সদস্য, সিরাজগঞ্জ নজরুল একাডেমী’র সভাপতি, দৈনিক করতোয়া পত্রিকা ডিস্ট্রিক বুরো চিফ বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) সিরাজগঞ্জ জেলার সভাপতি দ্বীন মোহাম্মাদ সাাাব্বির। এছাড়াও এনসিটিএফ সিরাজগঞ্জ জেলা এক্সিকিউটিভ কমিটির সদস্যারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীরা ও অবিভাবক গণ উপস্হিত ছিলেন।
অনুষ্ঠান পর্বে কন্যা শিশুদের বিভিন্ন প্রতিযোগীতা মুলোক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানঅনুষ্টিত হয়। এবং উপস্থিত অতিথি বৃন্দ অভিভাবক ও শিশুদের উদ্দেশ্যে বাল্য বিবাহ বিষয়ে সচেতনতা মুলোক বক্তব্য দেন।
এবং অনুষ্ঠানের সভাপতির সমাপনি বক্তব্যে বাল্যবিবাহে বাংলাদেশের সফলতা এবং ভবিষ্যতে আরো এগিয়ে যাওয়ার জন্য আহবান জানান। এবং বাল্যবিবাহ প্রতিরোদের জন্য সবাইকে ৯৯৯ এবং ১০৯ কল সার্ভিসের সহযোগিতা নেবার আহব্বান জানিয়ে আলোচনা সভা সমাপ্ত করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে আংশগ্রহনকারী শিশুদের ১ম,২য় এবং ৩য় স্থান ঘোষণা করা হয়।
জনতার আলো/বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.