জনতার আলো, সিলেট প্রতিনিধি: সিলেটে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সোমবার বিকেল ৪টা ২৭ মিনিটে খালেদা জিয়া গাড়িবহর নিয়ে সিলেট সার্কিট হাউসে পৌঁছান। এ সময় সেখানে থাকা বিপুলসংখ্যক নেতাকর্মী করতালি ও স্লোগান দিয়ে তাকে বরণ করে নেন।
এর আগে খালেদা জিয়ার গাড়িবহর সিলেট নগরে প্রবেশের সময় চণ্ডিপুল এলাকায় তার গাড়িবহরকে স্বাগত জানিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সফরসূচি অনুযায়ী প্রথমে সিলেট সার্কিট হাউসে যান খালেদা জিয়া। সেখানে বিশ্রাম ও দুপুরের খাবার গ্রহণের পর বিকেলে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন।
জনতার আলো/সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.