http://eaccountspro.com/services/cost-estimation buy the stars lyrics order gabapentin uk জনতার আলো, স্টাফ রিপোর্টার: বাংলাদেশের উপর ‘ভিসা নিষেধাজ্ঞা’তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া। সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে শিক্ষার্থীসহ বাংলাদেশিরা এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে (ইপিএস) ভিসার জন্য আবেদন করতে পারবে।
Muikamachi রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন জানান, আগামীকাল সোমবার থেকে দক্ষিণ কোরিয়া পুনরায় ভিসা কর্মসূচি চালু করছে। এই ভিসা প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকসহ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
এদিকে, দক্ষিণ কোরিয়ায় আগত বাংলাদেশি নাগরিকদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণের হারের মাত্রা আবারও বৃদ্ধি পেলে এই ‘ভিসা নিষেধাজ্ঞা’ থাকতে পারে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার আগমনের পূর্বে, করোনা শনাক্তের নমুনা পরীক্ষাকালে এবং এ সংক্রান্ত সনদ সংগ্রহকালে সংশ্লিষ্ট সকলকে যথাসম্ভব সতর্কতা অবলম্বন করার জন্য দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে।
http://eaccountspro.com/services/cost-estimation buy the stars lyrics জনতার আলো/ রোববার, ০৭ জানুয়ারি ২০২১/শোভন
Your email address will not be published. Required fields are marked *