জনতার আলো, চান মিয়া, ছাতক প্রতিনিধি: ছাতকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ২৬২২) এর অন্তর্ভূক্ত ছাতক উপ-কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মিন্টু ঘোষ ৭৭ভোটে বিজয়ি ও নিকটতম আজাদ মিয়া ৭৬ভোট ও আমির আলী ৪৪ভোট। সহ-সভাপতি সুহেল আহমদ ৯৭ভোটে বিজয়িও প্রতিদ্বন্দ্বি আকাব মিয়া পেয়েছেন ৭৮ভোট।
সাধারণ সম্পাদক আবির আহমদ অভি ১৪০ভোটে বিজয়ি ও তার প্রতিদ্বন্দ্বি তারেক মিয়া পেয়েছেন ৩৬ভোট। সহ-সম্পাদক নাজমুল ইসলাম তারেক ১১১ভোট পেয়ে বিজয়িও তার প্রতিদ্বন্দ্বি আলী আহমদ পেয়েছেন ৬৫ভোট। কোষাধ্যক্ষ লায়েক মিয়া ১১৯ভোটে বিজয়ি ও তার প্রতিদ্বন্দ্বি বাবুল মিয়া পেয়েছেন ৬৫ভোট।
সাংগঠনিক সম্পাদক অলিউ রহমান হৃদয় আহমদ, প্রচার সম্পাদক পদে রাসেল মিয়াও সদস্য ছোটন মালাকার ও মিঠু দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কমিটির ২৫৪জন সদস্যের মধ্যে ২১১জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন পরিচালনায় দায়িত্বে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমান খান।
জনতার আলো/শুক্রবার, ১১ মে ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.