জনতার আলো, মোঃ আবু সালেহ মুসা, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের কাদিহাড়া গ্রামে জমি-জায়গা দখল করা কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে৷সয়েদা বেওয়া (৮৫) নামে বৃদ্ধা গুরুত্বর আহত হয় ৷
১১ দিন পর দিনাজপুর মেডিক্যাল হাসপাতালেচিকিৎসাধীন আবস্থায় গত ৩০ জানুয়ারী অনুমানিক সন্ধ্যা ৬ টায় মারা যায় ৷সে হরিপুর উপজেলার কাদিহাড়া গ্রামের মৃত জবেদ আলীর স্ত্রী৷এ ঘটনায় নিহতের ছেলে সাইজউদ্দিন বাদী হয়ে হরিপুর থানায় ১৩ জন কে আসামী করে একটি হত্যামামলা এজাহার দাখিল করেন৷
হরিপুর থানার অফিসার ইনর্চাজ রুল্হল কুদ্দুস বলেন, বাদীর লিখিত এজাহার পেয়ে রাতেই হত্যামামলা দায়ের করা হয় ও আমরা তাৎক্ষনিক অভিযান চালিয়ে এজাহার নামীয় জালাল (৫৫) ও রোমেলা বেগম (৫২) কে গ্রেফতার করে ৷
৩১ জানুয়ারী বুধবার ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়৷গত ১৯ জানুয়ারী /১৮ উপজেলার কাদিহাড়া গ্রামের আসামী জালাল ও বাদী সাইজউদ্দিনের সাথে পারিবারিক জায়গা-জমি দখল করা কে কেন্দ্র করে দুপুরে দুই পক্ষের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে ৷
এতে সয়েদা বেওয়া ( ৮৫) গুরুত্বর জখম হয়৷পরক্ষণে তাকে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়৷গত ৩০ জানুয়ারী অনুমানিক সন্ধ্যা ৬টার সময় দিনাজপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় তিনি মৃত্যু বরণ করেন৷
জনতার আলো/বুধবার, ৩১ জানুয়ারি ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.