জনতার আলো, মোঃ আবু সালেহ্ মুসা, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে বর্ষিয়ান রাজনীতিবিদ, জনগনের ছিল একমাত্র আস্থা ভাজন ও প্রান প্রিয় নেতা, হরিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম অধ্যক্ষ আমিনুল ইসলামের স্মরণে উপজেলার যাদুরানী হাট প্রাঙ্গনে এক ‘নাগরিক শোক সভায়’ হাজারো মানুষের ঢল।
শ্রদ্ধেয় প্রয়াত অধ্যক্ষ, আমিনুল ইসলাম এর স্মরনে হরিপুর উপজেলার যাদুরাণী হাট প্রাঙ্গণে রবিবার বিকেল ৩টার দিকে ‘নাগরিক শোক সভা’ কমিটি এ আয়োজন করেন।
নাগরিক শোকসভার শুরুতে বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
নাগরিক শোক সভা কমিটির সভাপতি অধ্যক্ষ, নুরুল ইসলামের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাদেক কুরাইশী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম সুজন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোজাফফর আহমেদ মানিক, মরহুম আমিনুল ইসলামের কনিষ্ঠ পুত্র হরিপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাইয়ুম পুষ্প, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, রানীশংকৈল উপজেলা আ.লীগের সভাপতি সইদুল হক, প্রবীণ রাজনীতিবিদ কামরুদ্দীন চেয়ারম্যান, অধ্যাপক মোঃ করিমুল ইসলাম, অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদ, মরহুমের বড় ভাই আবু তাহের, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায় প্রমুখ।
শোকসভাটি পরিচালনা করেন নাগরিক শোক সভা কমিটির সদস্য সচিব ও হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
বক্তারা বলেন, মরহুম আমিনুল ইসলাম ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন। দেশের বিভিন্ন জায়গাসহ এলাকার জনগণের অকুণ্ঠ ভালবাসা তিনি পেয়েছেন। সারাজীবন তিনি এলাকার মানুষকে ভালোবেসে গেছেন। সবসময় তিনি জনগণের উন্নয়নে কাজ করেছেন। আজ আমরা এমন একটি মানুষকে হারালাম। আমরা সকলে দোয়া করি, আল্লাহ তায়ালা যেনো পরপারে উনাকে ভালো রাখেন ।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর শনিবার দিবাগত রাত ১০টা ৪০ মিনিটে হরিপুর উপজেলার বকুয়া গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ আমিনুল ইসলাম। পরদিন বকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪টা ৩০ মিনিটে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন হয়।
জনতার আলো/রবিবার, ২১ অক্টোবর ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.