জনতার আলো, মোঃ আবু সালেহ্ মুসা, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরাণী হাটের ইজারাদারের বিরুদ্ধে গরু ও ছাগল ক্রেতারদের কাছে অতিরিক্ত হাসিল (কর) আদায়ের অভিযোগ উঠেছে৷
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের অনুমোদিত হাটে হাসিল (কর) আদায়ের তালিকা অনুযায়ী একটি গরুর জন্য ১৮০ টাকা ও একটি ছাগলের জন্য ৭০ টাকা হাসিল (কর) আদায়ের নিয়ম থাকলেও নিয়ম মানছেনা হাট ইজারাদার মোঃআব্দুল হামিদ৷
সরেজমিনে গিয়ে দেখা যায়, যাদুরাণী হাটে প্রতিটা গরুর জন্য ২০০টাকা ও প্রতিটা ছাগল ১০০ টাকা করে হাসিল(কর) আদায় করতে দেখা যায়৷
হরিপুর উপজেলার বহরমপুরের মোঃ ইসলাম বলেন, আমি একটি গরু ক্রয় করে লেখায় করতে গেলে লেখাইদার আমার কাছে ২২০টাকা নিছে৷ হরিপুর উপজেলার মাহিন বলেন, আমি একটি ছাগল ক্রয় করেছি৷ লেখাইদার আমার কাছে ১০০ টাকা নিছে৷ দেখার মতো কী কেউ নেই৷ প্রশাসন দেখেও না দেখার ভান করছে কেনো তা আমরা জানিনা৷
হরিপুর উপজেলার যাদুরাণী হাটের সভাপতি ও ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পাভেল তালুকদার বলেন, গরু ও ছাগলের লেখাই করতে বেশী টাকা নিচ্ছে এ বিষয়ে আমি কিছুই জানিনা আজ আমাকে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ফোন করে বিষয়টি দেখতে বলেন ।
এই বিষয়ে আমি হাট ইজারাদারের সাথে কথা বলেছি । তবে সব হাটে একই নিচ্ছে, যেমন কাতিহার, নেকমরদ । গরুতে ৪০ টাকা ও ছাগলে ৩০ টাকা বেশী কেনো নিচ্ছেন জানতে চাইলে ইজারাদার মোঃ আব্দুল হামীদ বলেন, আমরা ডিসি অফিসে রেট বাড়ানোর জন্য আবেদন করেছি এজন্য নিচ্ছি৷
হরিপুর উপজেলা নির্বাহী অফিসার এমজে আরিফ বেগ বলেন, আমি এখনি স্থানীয় চেয়ারম্যান ও যাদুরানী হাটের সভাপতি (পাভেল) কে বলতেছি এবং হাট ইজারাদারকেও ফোন দিচ্ছি৷ সত্যতা যাচাই করে বেশী নেওয়ার প্রমান পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে৷
জনতার আলো/বুধবার, ০৬ জুন ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.