জনতার আলো, ছামিউল ইসলাম আরিফ, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হিলিতে লাইট হাউজের উদ্দ্যেগে এইচআইভি এইচ বিষয়ক গনসচেতনা ও সহযোগীতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্স ভার-প্রাপ্ত কর্মকতা আহসান আলী সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ-শুকরিয়া পারভিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাকিমপুর থানার এসআই মোঃ-আরিফুল ইসলাম আরিফ।
এসময় আরো উপস্থিত ছিলেন লাইট হাউজের ইউএফএস ডাব্লু ভি আ ই পি কোঃঅডিনেটর মোঃ-কায়েস উদ্দিন,প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, টিভি রিপোর্টাস ইউনিটির সভাপতি মুরাদ ইমাম কবির, সুযের হাসি ক্লিনিকের ম্যানেজার ক্রমাদিত্য রায় ,যক্ষা ও কুষ্ঠ নিয়ন্থন সহকারী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের মোছাঃমৌসুমি ইয়াসমিন, পৌর কাউন্সিলার মোছাঃ ফেরদৌসি বেগম, পৌর কাউণসিল ও প্যানেল মেয়র ইসরাইল শেখ,বিশাপাড়া মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ রোস্তম আলী সরকারসহ আরও অনেকে উপসস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাব ডি আই ছি ইনচারজ মোঃ আরিফুর রহমান আরিফ।
জনতার আলো/বুধবার, ০৬ জুন ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.