জনতার আলো, প্রযুক্তি ডেস্ক: আমেরিকার ব্র্যান্ড আইলাইফ ইংরেজি নববর্ষে উপলক্ষে মাত্র ১২ হাজার ৫০০ টাকায় ল্যাপটপ দিচ্ছে। ল্যাপটপটির মডেল জেড এয়ার প্রো।
ল্যাপটপটি আগে ১৫ হাজার ৫০০ টাকায় বিক্রি হতো। অফারটি স্টক থাকা সাপেক্ষে শুধু অনলাইন ঠিকানা মার্কেটপ্লেসে পাওয়া যাবে। ল্যাপটপটি কেনা যাবে এই লিঙ্কে https://bit.ly/2R9Ypel
দেশে আইলাইফের পবিশেক সুরভী এন্টারপ্রাইজ জানায়, ১২.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লের এই ল্যাপটপটিতে রয়েছে পাওয়ারফুল ইন্টেল প্রসেসর এবং জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম।
জেনুইন উইন্ডোজ থাকায় ব্যাবহারকারী অসাধারণ পারফর্মেন্স পাবেন। ২ জিবি মেমোরি, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের ল্যাপটপটির স্টোরেজ এসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে।
সব ধরনের এক্সটারনাল ডিবাইস ও হার্ড ডিস্ক সাপোর্ট করে এটি। ৯০০ গ্রাম ওজনের এই স্লিম ল্যাপটপটি সহজে বহনযোগ্য।
আকর্ষণীয় ডিজাইন, সিলভার কালারের এই ল্যাপটপ টিতে ৭থেকে ৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এই বাজেট ল্যাপটপটি দিয়ে ছাত্র-ছাত্রী এবং অফিসের প্রয়োজনীয় সব ধরনের কাজ করা যাবে।
ল্যাপটপটিতে এক বছরের ওয়ারেন্টি রয়েছে।
জনতার আলো/রোববার, ০৬ জানুয়ারি ২০১৯/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.