জনতার আলো, মোস্তফা কামাল, টাঙ্গাইল প্রতিনিধি: সংসদ সদস্য হয়ে বাসাইল-সখিপুরবাসীর সেবা করা ও আজকের দিনটির জন্য (৩০ডিসেম্বর) ৩০ বছর অপেক্ষা করেছেন জানিয়ে সদ্য নির্বাচিত সাংসদ এ্যাড. জোয়াহেরুল ইসলাম বলেন, বাসাইল- সখিপুর থেকে সকল অন্যায় ও দুর্নীতি দূর করে বাসাইল- সখিপুরকে নতুন আঙ্গিকে গড়ে তোলা হবে। মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কালিয়া ঘোনারচালা উচ্চ বিদ্যালয় মাঠে কালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আওয়ামীলীগ মনোনীত বিজয়ী প্রার্থী নব নির্বাচিত সংসদ সদস্য এ্যাড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের সংবর্ধনা ও নির্বাচনত্তোর কর্মী সমাবেশে এসব কথা বলেন।
কালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কদ্দুস শাওনের সভাপতিত্বে এসময় বক্ত্যব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম খান, কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান হারেজ বিএসসি প্রমুখ।
জনতার আলো/মঙ্গলবার, ০৮ জানুয়ারি ২০১৯/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.