admin ১৯ জুলাই ২০২৫ , ৭:৪০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক রসায়ন সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু সায়েম সাদিক।

এ বিষয়ে আবু সায়েম বলেন, ‘এ সম্মাননা আমার জন্য শুধু একটি পুরস্কার নয় বরং বৈশ্বিক পর্যায়ে কাজ করার আত্মবিশ্বাস ও প্রেরণা। আমি কৃতজ্ঞ আমার শিক্ষক, সহপাঠী ও পরিবারের প্রতি। যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।
আবু সায়েমের এ অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি শাবিপ্রবির রসায়ন বিভাগের অধ্যাপক ও গবেষণা পরিচালক ড. নুর উদ্দিন আহমাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রতি বছর বিশ্বের উদীয়মান তরুণ রসায়নবিদদের উৎসাহিত করার জন্য এ সম্মেলনের আয়োজন করা হয়। গবেষণা, নেতৃত্ব ও বৈশ্বিক সংযোগের সুযোগ সৃষ্টিতে এ সম্মেলন একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

















