অপরাধ

জন্মনিবন্ধনের ফি ৫০ টাকা হলেও নেয়া হচ্ছে পাঁচশো থেকে ২ হাজার টাকা!

  admin ২৩ জুলাই ২০২৫ , ১১:০৪ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পল্লবীর ৩ নম্বর ওয়ার্ডে জন্ম নিবন্ধন করতে গিয়ে অতিরিক্ত অর্থ গুণতে হচ্ছে সাধারণ জনগণকে। সরকার নির্ধারিত ফি ৫০ টাকা হলেও, বাস্তবে নেওয়া হচ্ছে ৫০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত। এমন অভিযোগ করেছেন এলাকাবাসী।

ভুক্তভোগীদের অভিযোগ, নির্ধারিত ফি’র কথা বললে ওয়ার্ড অফিসের কর্মীরা নানান অজুহাত দেখিয়ে অতিরিক্ত টাকা দাবি করেন। অনেকেই বাধ্য হয়ে শিশুদের জন্ম নিবন্ধন করাতে বাড়তি টাকা দিতে বাধ্য হচ্ছেন।

এ বিষয়ে ক্ষোভ জানিয়ে এলাকার বাসিন্দারা বলেন, “সরকার বলছে ৫০ টাকা, আর ওয়ার্ড অফিস বলছে ৭০০-৮০০ টাকা না দিলে নিবন্ধন হবে না! আমরা গরিব মানুষ, এত টাকা কোথা থেকে দেবো?”

তবে ওয়ার্ড সচিব তারা মিয়ার বক্তব্য আরও হতাশাজনক। এ বিষয়ে তিনি বলেন, “আমরা তো কারও কাছ থেকে জোর করে টাকা নেই না। কেউ খুশি হয়ে বেশি দেয় সেটাই নেই।

তাঁর এমন মন্তব্যে আরও ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। কয়েকজন স্থানীয় বলেন, “সরকারি সেবায় কেউ খুশি হয়ে বেশি টাকা দেয়— এমন কথা কল্পনাও করা যায় না। ওনার কথাতেই প্রমাণ হয়ে গেছে এখানে অবৈধ অর্থ আদায় হচ্ছে।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ২ এর নির্বাহী কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

সাধারণ নাগরিকদের অভিযোগ, এই ধরনের দুর্নীতি ও অনিয়মে সরকারি সেবার প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

আরও খবর:

Sponsered content