admin ২৬ জুলাই ২০২৫ , ৬:৪৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
সামাজিক যোগাযোগমাধ্যমে কপিকৃত কনটেন্টের বাড়বাড়ন্ত ঠেকাতে নতুন নীতিমালা এনেছে ফেসবুকের মূল কোম্পানি ‘মেটা’। ভিডিও, মিম বা অন্যান্য জনপ্রিয় কনটেন্ট হুবহু কপি করে পোস্ট করা, একঘেয়ে কনটেন্ট বারবার আপলোড করা কিংবা পরিচিত নির্মাতাদের নাম-পরিচয় নকল করার মতো কর্মকাণ্ড এখন থেকে কঠোরভাবে নিয়ন্ত্রণে আনবে প্রতিষ্ঠানটি।

গত ১৪ জুলাই মেটার এক ব্লগপোস্টে বলা হয়, ব্যবহারকারীরা এখন ক্রমাগত এক ধরনের পোস্ট দেখে বিরক্ত হচ্ছেন। বিশেষ করে ভাইরাল হওয়া কোনো রিল বা মিম অনেকেই একসাথে কপি করে শেয়ার করছেন, যার ফলে মৌলিক কনটেন্ট নির্মাতারা ন্যায্য জায়গা পাচ্ছেন না।
এই অবস্থার পরিবর্তনে প্রতিষ্ঠানটি মনিটাইজেশন নীতিমালায় বড় পরিবর্তন এনেছে। মেটার স্পষ্ট ঘোষণা— যারা কপিকৃত বা নকল কনটেন্ট পোস্ট করবেন, তারা আর আয়ের সুযোগ পাবেন না। শুধুমাত্র মৌলিক, নিজস্ব ভাবনায় তৈরি করা কনটেন্টের ক্ষেত্রেই থাকবে মনিটাইজেশনের সুযোগ।
এছাড়া স্প্যাম প্রতিরোধেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মেটা জানায়, এপ্রিল থেকে এ পর্যন্ত এক কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। একই কনটেন্ট বা মন্তব্য বারবার পোস্ট করার কারণে পাঁচ লাখের বেশি অ্যাকাউন্টের রিচ কমিয়ে দেওয়া হয়েছে। অনেক অ্যাকাউন্টে পোস্ট করাও সীমিত করা হয়েছে।
মেটার দাবি, এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো কনটেন্টের গুণগত মান বাড়ানো এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করা। মৌলিকতা, বৈচিত্র্য ও গঠনমূলক কনটেন্ট তৈরির দিকেই এখন থেকে জোর দেবে ফেসবুক।

















