দেশজুড়ে

খাগড়াছড়িতে ইউপিডিএফ ও জেএসএস’র মধ্যে ফের গোলাগুলি

  admin ২৭ জুলাই ২০২৫ , ৩:৪৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ফের মুখোমুখি হয়েছে দুই আঞ্চলিক দল—ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু)। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত গোলাগুলির খবর পাওয়া গেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

এর আগে, গত শুক্রবার রাতে খাগড়াছড়ির দীঘিনালার সিন্ধু কারবারিপাড়া এলাকায় একই দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হন।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ ও জেএসএসের সদস্যরা মুখোমুখি হয়। ইউপিডিএফের সামরিক কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০-৪৫ জনের একটি দল এবং জেএসএসের সামরিক কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জনের আরেকটি দল সংঘর্ষে জড়ায়। এতে দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়।

ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে জানা যায়, ইউপিডিএফ (প্রসিত) শাখার সামরিক অংশ ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস্ লিবারেশন আর্মি’র চার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। তবে নিহতদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়

আরও খবর:

Sponsered content