দেশজুড়ে

মান্দায় চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  admin ২৭ জুলাই ২০২৫ , ৩:০৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

Made with LogoLicious Add Your Logo App

মাহবুবুজ্জামান সেতু: নওগাঁর মান্দায় চেক জালিয়াতি ও প্রতারণার তিনটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলম খাঁ (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) ভোররাতে উপজেলার কালিকাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আলম খাঁ উপজেলার কালিকাপুর বাজার এলাকার বাসিন্দা বরকতুল্লা খাঁর ছেলে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, গ্রেফতার আলম খাঁ চেক জালিয়াতি ও প্রতারণার তিনটি মামলায় আদালত কর্তৃক দণ্ডিত। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর:

Sponsered content