admin ২৭ জুলাই ২০২৫ , ৩:৩৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কবিতা নাগ (৫০) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২৭ জুলাই) সকালে নিজ বাড়ির বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার চান্দাইকোনা এলাকার নাগ পাড়ায় স্বামী আকাশ বিশ্বাস ও ছোট মেয়ে বর্ষা নাগকে নিয়ে বসবাস করতেন কবিতা। শনিবার রাতে পরিবার একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ভোরে কবিতাকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে তাকে বাড়ির বারান্দার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বামী আকাশ বিশ্বাস জানান, “কয়েকদিন ধরে তিনি মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলেন। মনে হয় সেই হতাশা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।
চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদুল হাসান জানান, “সম্প্রতি কবিতা ম্যাডামের আচরণে কিছুটা অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল। বিষয়টি আমরা তার পরিবারকে জানিয়েছিলাম।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে রিপোর্টের অপেক্ষায় আছি।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই একে রহস্যজনক মৃত্যু বলেও উল্লেখ করছেন। এটি আত্মহত্যা, না কি অন্য কোনো ঘটনা—সে বিষয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।

















