জাতীয়

সন্ত্রাসবাদ ইস্যুতে বাংলাদেশ ‘জিরো টলারেন্স’: প্রধান উপদেষ্টা

  admin ২৮ জুলাই ২০২৫ , ১০:২৬ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

সন্ত্রাসী ও সন্ত্রাসবাদ বিষয়ে বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে বলে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনকে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস।

সোমবার (২৮ জুলাই) একটি বৈঠকে তিনি রাষ্ট্রদূতকে একথা বলেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের বিষয়টি তুলে ধরে শফিকুল আলম বলেন, আজ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, বাংলাদেশের কাউন্টার টেরোরিজম, জাতীয় নির্বাচনের প্রস্তুতি, ঐকমত্য কমিশনের সংলাপগুলো নিয়ে কথা হয়েছে।

‘ড. ইউনূস জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম। উনি বলেন, টেরোরিস্টদের ব্যাপারে এ সরকারের জিরো টলারেন্স। উনি এটি দৃঢ়কণ্ঠে জানিয়েছেন’- বলেন প্রেস সচিব।

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমাতে বাংলাদেশের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ট্যারিফের আলোচনা শুরু হওয়ার কথা। আমরা আশা করছি, সেটি ভালোভাবে সম্পন্ন হবে। প্রতিনিধিদলের সঙ্গে ব্যবসায়ীদের একটি গ্রুপও যাচ্ছে। যদিও তারা আলোচনায় থাকবেন না।

আরও খবর:

Sponsered content