admin ৮ অক্টোবর ২০২৫ , ৭:৩৪ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
মাহবুবুজ্জামান সেতু : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে নওগাঁর মান্দা উপজেলায় একটি ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ অক্টোবর) স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ইসলামিক বই বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

আয়োজনটির মূল উদ্যোক্তা ছিলেন মান্দা উপজেলা ছাত্রদলের উদীয়মান নেতা মো. সিয়াম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন গনেশপুর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক মেহেদী হাসান, মৈনম ইউনিয়ন ছাত্রদল নেতা মো. সাকিব সাদমান অন্তর।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মো. তানভির ইসলাম, রিফাত, সিফাত, সামি, কৌশিক, আহসান, বিশাল, মোসাদ্দিক ও তারেকসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন,“বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, বরং শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশেও কাজ করে যাচ্ছে। ইসলামিক বই বিতরণ কর্মসূচি তারই একটি উদাহরণ।”
বক্তারা আরও বলেন,“ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার প্রসারে ছাত্রদলের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সকল নেতাকর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদলকে আরও সংগঠিত ও আদর্শিকভাবে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

















