admin ৮ অক্টোবর ২০২৫ , ১১:২২ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি নিয়ে এলো ৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন রেডমি ১৫। রাজধানীর আলোকিতে সম্প্রতি আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে ‘রেডমি পাওয়ার নাইট’-এর মাধ্যমে এ স্মার্টফোনটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির, তাসরিফ খান, মাশা, সারিকা সাবা, উপস্থাপক রাফসান শাবাবসহ শাওমি ফ্যান ও প্রযুক্তিপ্রেমীরা। সংগীতশিল্পী প্রীতম হাসান ও জেফার গানে গানে অতিথিদের মাতিয়ে তোলেন।
অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী ও ডেপুটি কান্ট্রি ম্যানেজার লুথার লিউ উপস্থিত ছিলেন। তাঁরা জানান, শাওমি সবসময়ই গ্রাহকদের কাছে সেরা প্রযুক্তি পৌঁছে দিতে এবং বিক্রয়োত্তর সেবায় মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
রেডমি ১৫ স্মার্টফোনে রয়েছে ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, এবং ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা। ফলে এটি একদিকে যেমন দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ দিচ্ছে, অন্যদিকে অন্যান্য ডিভাইস চার্জ দেওয়ার জন্য পাওয়ারব্যাংক হিসেবেও ব্যবহার করা যাচ্ছে।
ডিভাইসটিতে রয়েছে ৬.৯ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে, যা ১৪৪ হার্জ রিফ্রেশ রেট সমৃদ্ধ। সূর্যের আলো বা অন্ধকার—যে পরিবেশেই হোক, স্ক্রিনের উজ্জ্বলতা স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করে চোখের সুরক্ষা নিশ্চিত করে ফোনটি।
ক্যামেরা সেকশনে আছে ৫০ মেগাপিক্সেলের এআই ডুয়াল ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি আইপি৬৪ রেটিং থাকায় এটি ধুলো ও ছিটেফোঁটা পানি প্রতিরোধী।
শাওমির কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, রেডমি ১৫ হলো দীর্ঘস্থায়ী ব্যাটারি ও শক্তিশালী প্রসেসরের এক অসাধারণ সমন্বয়। আমরা বিশ্বাস করি, এই স্মার্টফোন হবে সেইসব ব্যবহারকারীর নির্ভরযোগ্য সঙ্গী যারা চান নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির অভিজ্ঞতা।”ল
কোয়াড কার্ভড ডিজাইনে তৈরি এই ফোনটি দেখতে যেমন আকর্ষণীয়, ব্যবহারেও তেমনি আরামদায়ক। তিনটি রঙে—স্যান্ডি পার্পল, টাইটান গ্রে এবং মিডনাইট ব্ল্যাক—দেশের সব শাওমি স্টোরে এটি পাওয়া যাচ্ছে।

মূল্য নির্ধারণ করা হয়েছে:
৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ১৭,৯৯৯ টাকা, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ২০,৯৯৯ টাকা।
২০১০ সালে প্রতিষ্ঠিত চীনা ব্র্যান্ড শাওমি কর্পোরেশন বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। ২০১৮ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে ব্র্যান্ডটি অল্প সময়েই দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে জায়গা করে নেয়।











