ক্যাম্পাস

নিপীড়ন বিরোধী দিবসে শহীদ আবরার ফাহাদের মাগফিরাত কামনায় জবিতে দোয়া মাহফিল

  admin ৮ অক্টোবর ২০২৫ , ৭:৪৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

তারিফুল ইসলাম তারিফ : নিপীড়ন বিরোধী দিবস উপলক্ষে শহীদ আবরার ফাহাদের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্র শিবির।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে শাখা ছাত্র শিবিরের সভাপতি বলেন, আবরার ফাহাদ ছিলেন দিল্লির আধিপত্যবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এক অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। তিনি জীবন দিয়ে দেখিয়ে গেছেন কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। নিপীড়ন বিরোধী দিবসে আমরা সমাজের প্রতি এই বার্তা দিতে চাই—নতুন করে কেউ নিপীড়ক হয়ে উঠতে চাইলে, এই সমাজের মানুষ তাদেরকে জীবন দিয়েও প্রতিহত করবে।”

তিনি আরও বলেন, “আল্লাহ তাআলা আবরার ফাহাদ ভাইকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন।

দোয়া মাহফিলে আবরার ফাহাদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর মধ্যরাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কিছু নেতাকর্মী। হত্যার আগে ৫ অক্টোবর তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের কিছু “অন্যায্য চুক্তি” নিয়ে সমালোচনামূলক একটি পোস্ট দেন ফেসবুকে। সেই পোস্টকে কেন্দ্র করেই তাকে জেরা করে নৃশংসভাবে হত্যা করা হয়।

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীকে অন্তর্বর্তীকালীন সরকার “নিপীড়ন বিরোধী দিবস” হিসেবে ঘোষণা করেছে। দিবসটি প্রতিবছর নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।

আরও খবর:

Sponsered content