দেশজুড়ে

মান্দায় রাস্তায় প্রতিবন্ধকতা, দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন

  admin ১১ অক্টোবর ২০২৫ , ১১:৩৫ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

মাহবুবুজ্জামান সেতু : নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চকশ্রীকৃষ্ণ গ্রামে শতধিক পরিবারের রাস্তায় দীর্ঘদিন ধরে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, অবৈধ স্থাপনা নির্মাণ এবং মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভূক্তভোগীরা।
শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে শিবনদীর পূর্ব তীরে নবনির্মিত সরকারি রাস্তায় এ মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী গ্রামবাসী।

মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক গিয়াস উদ্দিন। এতে বক্তব্য রাখেন ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তাফা, ইউপি সদস্য হারুন অর রশিদ, গোলাম রাব্বানী, শিক্ষার্থী প্রতিনিধি সুমাইয়া আক্তার, আয়েশা সিদ্দিকা, জান্নাতুন, আনোয়ার হোসেন, নওসাদুজ্জামানসহ অনেকে।

বক্তারা বলেন, “চকশ্রীকৃষ্ণ গ্রামের শতাধিক পরিবার দীর্ঘ সাত যুগ ধরে রাস্তাজনিত সমস্যার মধ্যে রয়েছে। সাম্প্রতিক সময়ে সরকারিভাবে একটি রাস্তা নির্মাণ করা হলেও তা প্রতিপক্ষ একটি চক্র দ্বারা দখল ও প্রতিবন্ধকতার মধ্যে পড়ে রয়েছে। ফলে কৃষিপণ্য পরিবহন, রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং দৈনন্দিন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তারা অভিযোগ করে বলেন, “রাস্তাটি ইউপি চেয়ারম্যান ও ভুক্তভোগী গ্রামবাসীদের যৌথ উদ্যোগে নির্মাণ করা হলেও প্রতিপক্ষের লোকজন সেখানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মাধ্যমে চলাচল বন্ধ করে দিয়েছে। এ নিয়ে প্রতিবাদ করায় ভুক্তভোগীদের নামে মিথ্যা মামলাও দায়ের করা হয়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, যাতায়াত ব্যবস্থা না থাকায় সামাজিক সমস্যাও প্রকট হয়ে উঠেছে। রাস্তার অভাবে বিয়ে ভেঙ্গে যাওয়ার মত ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন কয়েকজন।

ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা বলেন, “চকশ্রীকৃষ্ণ গ্রামে রাস্তার বিষয়টি বহু পুরনো। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমরা চেষ্টা করছি সমস্যার সমাধান করতে। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি রাস্তাটি দখলে রাখায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে রাস্তাটি উন্মুক্ত করে সকলের চলাচলের জন্য সচল করার দাবি জানান। পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রয়োজনীয় প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনের আয়োজনে নেতৃত্ব দেন ২নং ভালাইন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চকশ্রীকৃষ্ণ গ্রামের সচেতন নাগরিকরা।

আরও খবর:

Sponsered content