admin ১২ অক্টোবর ২০২৫ , ৭:৫৫ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার : দেশের স্মার্টফোন বাজারে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করল শাওমির নতুন মডেল ‘রেডমি ১৫’। “এন্ডলেস ব্যাটারি, স্ন্যাপড্রাগন পাওয়ার” ট্যাগলাইনে আসা এই স্মার্টফোনটিতে রয়েছে ৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ও শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, যা ব্যবহারকারীদের দিচ্ছে দীর্ঘস্থায়ী ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্সের অভিজ্ঞতা।

শাওমির রেডমি ১৫–এর অন্যতম আকর্ষণ হলো এর বিশাল ৭০০০ mAh ব্যাটারি, যা একবার ফুল চার্জে টানা দুইদিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব। ফোনটিতে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং ও ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা, ফলে এটি পাওয়ারব্যাংক হিসেবেও কাজ করতে সক্ষম। দূরযাত্রা বা আউটডোর ব্যবহারের ক্ষেত্রে ফোনটি তাই হয়ে উঠতে পারে আদর্শ সঙ্গী।
শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ও উন্নত চিপসেট প্রযুক্তি ব্যবহারের ফলে ফোনটির গতি ও পারফরম্যান্স আগের যেকোনো রেডমি মডেলের চেয়ে আরও উন্নত। একই সঙ্গে ফোনটি ব্যাটারি সাশ্রয়ী ও তাপমাত্রা নিয়ন্ত্রণে দক্ষ।
বড় পর্দা পছন্দকারীদের জন্য ফোনটিতে রয়েছে ৬.৯ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এবং ১৪৪ হার্জ রিফ্রেশ রেট— যা ভিডিও দেখা, গেম খেলা বা স্ক্রলিংয়ের সময় এনে দেবে স্মুথ ও পরিষ্কার ভিজ্যুয়াল অভিজ্ঞতা। সূর্যের আলোতেও সহজে দেখা যায় এমন অটো-ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট ফিচারটি চোখের সুরক্ষা নিশ্চিত করবে।
ফটোগ্রাফি প্রেমীদের জন্য রেডমি ১৫–এ যুক্ত হয়েছে এআই-ক্রাফটেড ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, যা দিনের পাশাপাশি রাতের অন্ধকারেও পরিষ্কার ছবি তুলতে সক্ষম। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা দেবে উন্নত সেলফি অভিজ্ঞতা।
ব্যবহারকারীর নিরাপত্তা ও প্রাইভেসি নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে এআই ফেস লক এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাশাপাশি আইপি ৬৪ রেটিং থাকায় ফোনটি পানির ছিটেফোটা ও ধুলাবালি প্রতিরোধী— ফলে যেকোনো পরিবেশে ব্যবহার করা যাবে নিশ্চিন্তে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী বলেন, “আমরা রেডমি ১৫ লঞ্চ করেছি বৃহৎ ব্যাটারি ও শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসরের সমন্বয়ে। আমরা বিশ্বাস করি, এটি হবে এমন একটি ডিভাইস, যা ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন ও দীর্ঘস্থায়ী স্মার্টফোন অভিজ্ঞতা দেবে।
ডিজাইনের দিক থেকেও ফোনটি আকর্ষণীয়— কোয়াড কার্ভড বডি, স্যান্ডি পার্পল, টাইটান গ্রে ও মিডনাইট ব্ল্যাক– এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে ডিভাইসটি।

রেডমি ১৫ বাজারে এসেছে দুটি ভ্যারিয়েন্টে—
৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ: মূল্য ১৭,৯৯৯ টাকা
৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: মূল্য ২০,৯৯৯ টাকা
দেশের সকল শাওমি অফিশিয়াল স্টোর ও অনুমোদিত বিক্রয়কেন্দ্রে এখনই পাওয়া যাচ্ছে নতুন রেডমি ১৫।
শাওমি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
চীনা টেক জায়ান্ট শাওমি কর্পোরেশন ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ সালে হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। ২০১৮ সালের ১৭ জুলাই শাওমি বাংলাদেশে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। বর্তমানে দেশীয় বাজারে এটি অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করেছে।

















