দেশজুড়ে

মহাদেবপুরে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন

  admin ১৬ অক্টোবর ২০২৫ , ৬:২২ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

মাহবুবুজ্জামান সেতু : নওগাঁর মহাদেবপুর উপজেলার পাঘা বছির উদ্দীন দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তারের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে মাদ্রাসার মুল ফটকের সামনের রাস্তায় এ কর্মসূচির আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তাজনুর আক্তার মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রমে স্বেচ্ছাচারিতা করছেন। তিনি নিয়মবহির্ভূতভাবে একাধিক সিদ্ধান্ত গ্রহণ, পকেট কমিটি গঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের জমি লিজ দেওয়াসহ নানা অনিয়মে জড়িত। এছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার এবং স্থানীয়দের সঙ্গে অসদাচরণের অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে।

বক্তারা আরও অভিযোগ করেন, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে তাজনুর আক্তার ক্ষমতার অপব্যবহার করছেন। তার বিরুদ্ধে কেউ মুখ খুললেই মিথ্যা মামলায় হয়রানির শিকার হন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আলতাফ হোসেন। এতে বক্তব্য রাখেন মাসুদ রানা লাকি, আল ফারুক, মাহমুদুল হাসান, আব্দুল মান্নান, সাগর, সাদেক আলী ও ফজলে রাব্বী প্রমুখ।

এ বিষয়ে তাজনুর আক্তার বলেন, “নিয়ম মেনেই এডহক কমিটি গঠন করা হয়েছে। কোনো অনিয়ম হয়নি। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত।”
এডহক কমিটির সভাপতি প্রফেসর নূরুল ইসলাম দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে বর্তমানে সম্পৃক্ত নন। “সবার সর্বসম্মতিক্রমেই আমাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে,” বলেন তিনি।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, “বিষয়টি এখনো লিখিতভাবে জানানো হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর:

Sponsered content