ক্যাম্পাস

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জবি শিক্ষার্থীদের মশাল মিছিল

  admin ১৭ অক্টোবর ২০২৫ , ৮:২৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

তারিফুল ইসলাম তারিফ : তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। তাদের দাবি—নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকারকে তিস্তা প্রকল্পের কাজ শুরু করতে হবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উদ্যোগে মশাল মিছিলটি শুরু হয়। এতে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন, যার মধ্যে ছিল ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

মিছিলটি গুচ্ছ ভাস্কর্য চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, বাহাদুর শাহ পার্ক, শাঁখারি বাজার মোড়, রায়সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্লোগান দেন—
“দিল্লি না, ঢাকা ঢাকা”, “তিস্তা পাড়ের কান্না আর নয়”, “পানি আমার অধিকার”, “তিস্তা নিয়ে টালবাহানা চলবে না”,
“ভারত যদি বন্ধু হয়, ন্যায্য পানির হিস্যা দাও”, “তিস্তা শুকালে কৃষক কাঁদে”।

সংক্ষিপ্ত সমাবেশে বগুড়া জেলার শিক্ষার্থী সুলতান মাহমুদ বলেন, “তিস্তা পাড়ের মানুষের কষ্ট কমছে না। ভারতের কারণে ফসলি জমি ধ্বংস হচ্ছে, জীবিকা হুমকির মুখে পড়েছে। তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলন করা হবে।”

রংপুরের শিক্ষার্থী মো. সোহাগ বলেন, “আমাদের পরিবার ফসলের জমি পানির নিচে ডুবে থাকে মাসের পর মাস। বাবা–মায়েরা সন্তানদের মুখে খাবার তুলে দিতে হিমশিম খায়। আমরা সাহায্য চাই, কিন্তু তার চেয়েও বড় কথা—আমরা ন্যায্য অধিকার চাই।”

শিক্ষার্থীরা অভিযোগ করেন, উত্তরবঙ্গের মানুষের দুরবস্থাকে রাজনীতিকেরা ‘মঙ্গা’ বলে সহজভাবে ব্যাখ্যা করছেন, অথচ এটি সৃষ্টি হয়েছে অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে। তারা বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। তফসিল ঘোষণার আগেই তিস্তা প্রকল্প শুরু করতে হবে, না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “তিস্তা মহাপরিকল্পনা কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়—এটি উত্তরবঙ্গের মানুষের জীবন-জীবিকার প্রশ্ন। সরকার যদি সত্যিই জনগণের পাশে থাকতে চায়, তবে এখনই প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে।

প্রতিবাদ শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে ফিরে যান এবং তিস্তা মহাপরিকল্পনা দ্রুত কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আরও খবর:

Sponsered content