দেশজুড়ে

সিলেটে জেলা প্রশাসকের অপসারণ দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন

  admin ১৭ অক্টোবর ২০২৫ , ১০:৫৮ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

সিলেট প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার অপসারণের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সুনামগঞ্জের জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। এতে ১৩ দফা অভিযোগ উত্থাপন করা হয়েছে জেলা প্রশাসকের বিরুদ্ধে।

স্মারকলিপি প্রদান শেষে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশ নেন সুনামগঞ্জের জুলাই যোদ্ধা ও ছাত্র জনতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক গুরুতর আহত জুলাইযোদ্ধা মো. জহুর আলী এবং পরিচালনা করেন জুলাইযোদ্ধা মো. আফতাব উদ্দিন। এতে বক্তব্য রাখেন জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জেলা আহ্বায়ক এন.ডি. উছমান গনী, ওয়ারিয়র্স অব জুলাইয়ের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আহমেদ, গুরুতর আহত জুলাইযোদ্ধা মো. উকিল আলীসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, “দুর্নীতিবাজ জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া আওয়ামী লীগের দোসর ও স্বৈরাচার পুনর্বাসনের সহযোগী হিসেবে প্রশাসন পরিচালনা করছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রেজাউল করিমকে অপসারণের পরও দুর্নীতির মূল হোতা জেলা প্রশাসক এখনো বহাল আছেন—যা প্রশাসনের নিরপেক্ষতার জন্য হুমকি।”

তারা জানান, ৪ অক্টোবর সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে দুর্নীতিবিরোধী বিশাল মানববন্ধনের পর প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণে আজ পুনরায় স্মারকলিপি ও প্রতিবাদ কর্মসূচি পালিত হলো।

স্মারকলিপিতে বলা হয়েছে, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর যোগদানের পর থেকেই জেলা প্রশাসক ইলিয়াস মিয়া প্রশাসনিক সংস্কারের আশ্বাস দিলেও পরবর্তীতে স্বৈরাচারী ও দলীয় প্রভাবিত কর্মকর্তাদের নিয়ে শাসনভার পরিচালনা শুরু করেন। তার বিরুদ্ধে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে অনিয়ম, পক্ষপাতমূলক আচরণ এবং রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তিদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এছাড়া, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সরকারি যন্ত্র ব্যবহার করে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর দমননীতি চালানোর অভিযোগও তুলে ধরা হয়। বক্তারা বলেন, “ড. ইলিয়াস মিয়াকে দ্রুত সুনামগঞ্জ থেকে প্রত্যাহার না করা হলে জেলা জুড়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

মানববন্ধনে উপস্থিত জুলাইযোদ্ধারা জেলা প্রশাসনের অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও খবর:

Sponsered content