admin ১৯ অক্টোবর ২০২৫ , ১:৪৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
তারিফুল ইসলাম তারিফ : পুরান ঢাকার একটি পরিত্যক্ত ভবন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জুবায়েদ জবির পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণের সভাপতিও ছিলেন।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে টিউশনিতে যাওয়ার পরেই তার মরদেহ আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসা থেকে উদ্ধার করা হয়।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জুবায়েদ হোসাইন ছুরিকাঘাতে নিহত হয়েছেন এবং ঘটনাস্থলে তার টিউশনের বাসা ছিল। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি, পুলিশ বিষয়টি তদন্ত করছে।
ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক দ্রুত ঘটনাস্থলে রওনা হন। তিনি জানান, পুলিশ প্রাথমিকভাবে ছুরিকাঘাতে মৃত্যুর ধারণা করছে এবং সিসিটিভির ফুটেজ সংগ্রহের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হয়েছে, যা তারা সংগ্রহ করার চেষ্টা করছেন।

















