admin ২০ অক্টোবর ২০২৫ , ১২:২৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
বিশেষ প্রতিনিধি : আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে চাঁদাবাজি ও জোরপূর্বক বাজার দখলের চেষ্টার সাথে জড়িত ৫ জন দুষ্কৃতকারীকে আটক করেছে। গতকাল, ১৯ অক্টোবর ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় মিরপুর-১ এর স্বাধীন বাংলা সুপার মার্কেটের অফিস ভবনে এই অভিযান চালানো হয় এবং বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ ও উদ্দেশ্য :
সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটককৃতরা সংঘবদ্ধভাবে জুলাই মাসের অস্থিতিশীল পরিবেশকে কাজে লাগিয়ে মার্কেটের মালিক ও দোকান কর্মচারীদের উপর চাপ সৃষ্টি করছিল। তারা জোরপূর্বক দোকান খালি করার হুমকি দিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম ভয় ও অস্থিরতা সৃষ্টি করেছিল। অবৈধভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং চাঁদাবাজির উদ্দেশ্যেই তারা সংগঠিত হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায়।
গ্রেফতার ও পরিচয় :
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: মোঃ আমর সালাম (৪৫), মোঃ হাসান বশর (২২), মোঃ মাহফুজুর রহমান (১৯), মোঃ মোন্তাসির বিল্লাহ (২৩) এবং আঃ মোনায়েম মানিক (২৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মোঃ মাহফুজুর রহমান (১৯) নিজেকে “জুলাই সমন্বয়ক” হিসেবে পরিচয় দিলেও কোনো বৈধ প্রমাণ দেখাতে পারেননি। এতে প্রমাণিত হয় যে তিনি অবৈধ সুবিধা লাভের জন্য মিথ্যা পরিচয় ব্যবহার করছিলেন। অন্যান্য আটককৃতদের বিরুদ্ধেও সমন্বয়ক পরিচয়ের অপব্যবহার করে জালিয়াতির সন্দেহ করা হচ্ছে।
উদ্ধারকৃত সরঞ্জামাদি :

বাজার দখলের পরিকল্পনা সফল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা যে সকল সরঞ্জামাদি নিজেদের হেফাজতে রেখেছিল, তার মধ্যে রয়েছে:
০১টি Stun Gun (Taser)
০১টি গ্রাইন্ডার মেশিন ও ০১টি হাতুড়ি
০২টি ওয়াকিটকি সেট
০২টি হেক্সো ব্লেড মেশিন
জোরপূর্বক দোকান বন্ধ করে বাজার দখলের উদ্দেশ্যে মোট ৭৮টি তালা, এছাড়াও, আক্রমণের উদ্দেশ্যে ৩৬টি কাঠের লাঠি এবং ৩২টি প্লাস্টিকের লাঠি ও ০১টি প্লাস।
প্রধান আসামীর পূর্বের অপরাধ রেকর্ড :
আটককৃতদের মধ্যে প্রধান আসামি মোঃ আমর সালাম (৪৫) এর বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: ডিএমপি রমনা মডেল থানায় একটি চুরি মামলা (এফ আই আর নং ৭, তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৪) এবং কদমতলী থানায় একটি হত্যা মামলা (মামলা নং ২৯, তারিখ ২২ এপ্রিল ২০২৫)।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা বদ্ধ পরিকর।

















