জাতীয়

সেনাবাহিনীর পক্ষ থেকে বিজ্ঞপ্তি

  admin ২৫ অক্টোবর ২০২৫ , ১০:১০ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

রাজধানীর মিরপুর ১১ এলাকায় ‘বিউটি ফ্যাশন’ নামক একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (২৫ অক্টোবর) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়।

এতে বলা হয়, শুক্রবার আনুমানিক ১০টায় রাজধানীর মিরপুর ১১ এলাকায় ‘বিউটি ফ্যাশন’ নামক একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। কারখানাটি ‌‘বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার’ এর ৬ষ্ঠ তলায় অবস্থিত। অল্প সময়ের মধ্যেই আগুন ৬ষ্ঠ তলার সম্পূর্ণ ফ্লোরে ছড়িয়ে পড়ে।

আরও বলা হয়, অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিস  ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পাশাপাশি ৬ স্বতন্ত্র এডি ব্রিগেড এর অধীনস্থ সেনা ক্যাম্পের সদস্যবৃন্দ আগুন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে। সকলের সমন্বিত ও নিরলস প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেকোনো দুর্যোগে জনগণের পাশে থেকে সহায়তা প্রদান করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি, অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় প্রতিরোধে সর্বস্তরের জনগণকে সচেতন থাকতে অনুরোধ করা যাচ্ছে।

আরও খবর:

Sponsered content